ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ রিসার্চ ইনষ্টিটিউট ফর ডেভলপমেন্ট এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত”শীর্ষক যৌথ বক্তৃতার আয়োজন করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে পৌর শহরের গোবিন্দ নগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এই বক্তৃতার আয়োজন করা হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকখ্যাতিসম্পন্ন সমাজ গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসংগঠক ড. শামারুহ ্মির্জা, ইএসডিও’র নির্বাহী পরিচালক ডক্টর মুহাম্মদ শহীদ উজ জামান ।
এ সময় ফাহাম আব্দুস সালাম বলেন, ৫ আগস্ট এর পর যে ল অ্যান্ডঅর্ডার ভেঙ্গে গিয়েছিল তা এখনো ঠিক হয়নি, যে কারণে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, যারা চাচ্ছে নির্বাচন ভন্ডুল করতে বা পেছাতে।
তিনি আরো বলেন, সমাজ গবেষণায় দেখা গিয়েছে সাধারণ মানুষরাই নেতা হিসেবে দুস্ট লোক কে বেছে নেয়। কারন তার রাজনীতি সম্পর্কে সচেতন নয়। স্থানীয় চাওয় পাওয়া পূরণের জন্য তারা ক্ষমতা সীল লোককে বেছে নেয়। কিন্তু একজন এমপির স্থানীয় উন্নয়ন করা কাজ নয়। তার কাজ দেশের নীতি নির্ধারণ তৈরি করা । আগামী বাংলাদেশ সুন্দর করতে হলে সবাইকে সচেতন ভাবে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে ৮ ঘণ্টা কাজ করারও পরামর্শ দেন তিনি।
এসময় দেশের ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও সমাজ গঠনে সম্মিলিত চিন্তা ও মননশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
