ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে ঘন্টাব্যাপী সমাবেশ করেন তারা।

এ সময় উপস্থিত শ্রমিকেরা জানান, ইটভাটা বন্ধ হলে আমাদের সংসার চলবে কি করে আমাদের সংসার ছেলেমেয়ে লেখাপড়ার খরচ চালানো সবইতো ইটভাটার কর্মের উপর, ভাটা বন্ধ হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আবেদন জানাচ্ছি ইটভাটা চালু রাখার জন্য। 

এদিকে ঠাকুরগাঁও ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা বলেন, বিগত দিনের স্বৈরশাসকের নির্যাতন মূলক আইন ও নির্যাতন মূলক ধারার মাধ্যমে আমাদের কাগজপত্র নবায়ন হয়নি। আমাদের ইটভাটা বন্ধ হলে ভাটা সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হবে, সাথে সাথে সিমেন্ট ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি, বিভিন্ন হার্ডওয়ার ফ্যাক্টরি, বিভিন্ন রাস্তা-ঘাট উন্নয়নে স্থবিরতা আসবে।

নেতারা আরো বলেন, আমাদের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ইট পোড়াতে দেয়া হোক। পুনরায় তদন্তের মাধ্যমে পরিবেশ ছাড়পত্র দিয়ে আমাদেরকে দেশের উন্নয়ন ও মানুষের কর্ম সংস্থানের সাথে আমাদেরকে অবদান রাখার সুযোগ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। ছাড়পত্র প্রদান সহ ভাটায় মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি প্রদান করেন সংগঠনটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহ জামান লাবলু, জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব সহ সমিতির অন্যান্যরা। 

মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

One thought on “ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধে বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *