ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা অব্যাহত খুণ -ধর্ষণ -নিপীড়ন ঠেকাতে ব্যার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ এবং দ্রুত বিচার ট্রাইবুনালে সকল ধর্ষণ কান্ডের বিচার আদায় করে নিতে ঠাকুরগাঁওয়ে লাঠি মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ চত্বর থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার রিভারভিউ চত্বরে এসে শেষ হয় এই লাঠি মিছিল।

শিক্ষার্থীরা বলেন, “প্রতিদিন খবরের কাগজ খুললেই ধর্ষণের ঘটনা চোখে পড়ে। কিন্তু আমরা কি দেখছি? বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ রাস্তায় লাঠি মিছিলে নেমেছি। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

সেইসাথে ঠাকুরগাঁও সহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা অব্যাহত খুণ -ধর্ষণ -নিপীড়ন ঠেকাতে ব্যার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ করতে হবে।

”শুধু রাজধানী নয়, সারাদেশেই নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ঠাকুরগাঁওয়ের মতো ছোট শহরেও ইভটিজিং, যৌন হয়রানি বেড়ে গেছে। আমরা চাই, প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। অন্যথায় আমরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবো।”

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথচারীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

One thought on “ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *