ঠাকুরগাঁওয়ে জমিজমা সংক্রান্ত জেরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জমিজমা সংক্রান্ত পূর্বের জের ধরে হামলার অভিযোগ উঠেছে সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার মৃত আনোয়রুল্লার চার ছেলে সোহাগ, রুবেল, হারুন ও আল-আমিনসহ আরো কয়েকজনের বিরুদ্ধে।

সদর উপজেলার ছোট খোচাবাড়ী পূর্ব নারগুনের শাহীন শাহ্ এর ছেলে পারভেজ এ অভিযোগ করে, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আমি খোচাবাড়ি হাটে নাস্তা করে ফিরছিলাম। গাড়ী থেকে নামার সাথে সাথেই আমাদের জমিতে প্রবেশের ঠিক আগ মূহুর্তে সোহাগ, রুবেল, হারুন ও আল-আমিনসহ তাদের লোকজন হঠাৎ আমাদের উপর হামলা করে। আমি কিছু বুঝতে না বুঝতেই আমার হাত, পা, মাথায় অতর্কিতভাবে মারধোর করা শুরু করে। ঘটনা দেখে আমার স্ত্রীসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও তারা হামরা চালায়। অবস্থা খারাপ দেখে আমরা কোনভাবে ঘটনাস্থল ত্যাগ করি এবং চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হই।

অন্যদিকে পারভেজ এর চাচি জানান, ভাতিজা পারভেজ ও আমার স্বামী খোচাবাড়ি হাতে নাস্তা খেতে গিয়েছিল। হঠাৎ একজন এসে বললো যে আমার ভাতিজাকে ও আমার স্বামীকে নাকি মারধোর করতেছে। শুনে সাথে সাথে আমি দৌড়ে ঘটনাস্থলে গেলে তারা আমাকেও বেধরক মারপিট করে।

অর্তর্কিতভাবে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন ভূক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি হারুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐ জমির উপরে কোর্টের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি থাকাকালীন অবৈধভাবে প্রবেশ করে স্থাপনা তৈরি করতে গিয়েছিলেন পারভেজসহ তার দলবল। শুনে দেখার জন্য আমরা ঘঠনাস্থলে গেলে তারা আমাদের উপর তেড়ে আসে অতর্কিত হামলা চালায়।

জানা যায়, নারগুন মৌজার ২০১৯ নং খারিজ খতিয়ানভূক্ত ১১০৪ নং দাগের মধ্যে ৮০ শতক এ জমি নিয়ে পূর্বে একাধিকবার মারামাটির ঘটনায় ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে মামলাও দাখিল হয়েছে। মামলার প্রেক্ষিতে উক্ত জমির উপর ১৪৪ ধারা জারি রয়েছে। যদিও বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ব্যক্তিবর্গের দ্বারা চেষ্টা করা হলেও বিষয়টি মিমাংসা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *