রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমান প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের রসুনপুর সরকারি কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল তিনটার দিকে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসীরা সেখানে ভিড় জমাতে শুরু করেন। সবাই নিজ নিজ স্বজনের কবর রক্ষিত আছে কি না, সেটা দেখার জন্য ভিড় জমায়।

স্হানিয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়,ওই কবরস্থান থেকে মোট ৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। কবরস্থানটির পশ্চিম পাশে রসুনপুর এবং পুর্ব পাশে বিরাশী গ্রাম। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে রসুনপুর গ্রামের মৃত স্বজনেরা রয়েছেন। তারা হলেন সাদেকুলের মা, ইউসুফের বাবা, বেলালের বাবা, আজাদের ভাই। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *