ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁও প্রতিনিধি: গণমাধ্যমকর্মীদের অন্যতম প্লাটফর্ম ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির ২ বছর মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির কার্যনির্বাহী সদস্য দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি এস এম মশিউর রহমান সরকারকে আহবায়ক, সময়ের কণ্ঠের প্রতিনিধি আল মামুনকে সদস্য সচিব এবং জনকণ্ঠের প্রতিনিধি আব্দুল্লাহ্ আল নোমান রহমানকে সদস্য হিসেবে এ কমিটি গঠন করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সংগঠনটির আয়োজিত একটি সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদিত হয়।

২০২২ সালে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও সাধারণ সম্পাদক পদে ডেইলি অবজারভারের ঠাকুরগাঁও প্রতিনিধি আসাদুজ্জামান নির্বাচিত হোন।

কমিটির মেয়াদ ২ বছর শেষ হওয়ায় পূর্ববর্তী কমিটি ভেঙ্গে আগামী নির্বাচনের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *