স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার মধ্যে ভূয়া নার্স নির্মূলসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সকল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
কর্মসূচি হিসেবে বুধবার (২১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরেন। মিছিলটি সেখান থেকে আবারো বের হয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের ১০ দফা দাবিতে জানান, ভূয়া নার্স নির্মূলে সর্বজনীন মনিটরিং সেল গঠন, সরকারি হাসপাতালে বেসরকারি নার্সিং শিক্ষার্থীদের কোন প্রকার অর্থ ছাড়াই ইন্টার্নশিপ ও অপারেশন থিয়েটারে ডিউটির অনুমতি, সকল বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা প্রদান, নাইট ডিউটিতে মেয়েদের ক্ষেত্রে যৌন হয়রানিসহ সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এছাড়াও রেজিস্ট্রেশন ছাড়া কোন ভূয়া নার্সকে নিয়োগ দিতে পারবে না। বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ নার্স নিয়োগ দিয়ে সরকারি নিয়ম অনুযায়ী ডিউটি শিফট করতে হবে এবং বেতন সর্বনিম্ন ১৫ হাজার টাকাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
সেই সাথে তারা আরো জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উক্ত অভিযান পরিচালনা না করলে ছাত্র সমাজ দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মনোয়ারা নার্সিং ইনস্টিটিউটের রুবেল ইসলাম, তানিয়া তাবাসসুম, গোল্ডেন লাইফ ইন্সটিটিউটের আসিক ইলাহি, রাজিয়া সুলতানা, ঠাকুরগাঁও নার্সিং ইন্সটিটিউটের রেদোয়ান রাফাত, এসকে নার্সিং ইনস্টিটিউটের ফিরোজ, মায়মুনা নার্সিং ইনস্টিটিউটের যোসেফ, দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউটের পারভেজ হাসানসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ ও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।