স্টাফ রিপোর্টার: গত ০১ অক্টোবর জাতীয় অনলাইন পোর্টাল ঢাকা পোষ্ট সহ ডেইলি বাংলাদেশ, দৈনিক তৃতীয় মাত্রা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘‘পাউবোর হিসাব রক্ষণ কর্মকর্তার কোটি টাকার কাঠের ব্যবসা শিরোনামে ’’ আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আমাকে জড়িয়ে সংবাদে লেখা হয়েছে ঠাকুরগাঁওয়ের পানি উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষণ কর্মকর্তা এস, এম রিয়াজুল হক গোপনে গাছ কেনা, কন্সট্রাকশন ভবনে কাঠ সরবরাহ, বিক্রি ও মজুদ করাসহ নানা অবৈধ কাজে লিপ্ত হয়ে কোটি টাকার বানিজ্যের সাথে লিপ্ত।
প্রকৃত পক্ষে আমি এ ধরনের কোন কাজে লিপ্ত ছিলাম না। শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে আনুমানিক ১৫০ সিএফটি ও রংপুরে এক আত্বীয়ের বিশেষ অনুরোধে তাদের অর্থায়নে ঠাকুরগাঁওয়ের স্থানীয় কাঠ ব্যবসায়ীদের সহায়তায় ৮০০-১০০০ সিএফটি কাঠ সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে। বিষয়টি আমার নিয়ন্ত্রকারী কর্মকর্তা জনাব কৃষ্ণকমল চন্দ্র সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেল, বাপাউবো, ঠাকুরগাঁও মহোদয়কে অবহিত করা হয়েছে। প্রকৃত পক্ষে ব্যবসায়ের সাথে নিম্নস্বাক্ষরকারী কোন ভাবেই জড়িত নহে। কিছু সংখ্যক কু-চক্রীমহল আমার নামে মিথ্যা, বানোয়াট, উদ্দ্যেশ্য প্রনোদিত ও ভিত্তিহীন অপ-প্রচার করছেন। এতে করে আমি ও আমার পরিবার সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছি যা মানহানিও বটে।
কিছু কু-চক্রীমহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের ভূল বুঝিয়ে ও মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ পরিবেশন করিয়েছেন।
আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
(এস, এম, রিয়াজুল হক)

সহকারী পরিচালক/হিসাব রক্ষণ কর্মকর্তা, আঞ্চলিক হিসাব কেন্দ্র, বাপাউবো, ঠাকুরগাঁও।
আইডি নং-৬৯১০০১০০২