রুহিয়া থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রুহিয়া প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী রুহিয়া থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে রুহিয়া ডিগ্রি কলেজের হলরুমে প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত মোতাবেক রুহিয়া গিন্নিদেবী আগারগাঁও মহিলা কলেজের প্রভাষক ও রুহিয়া থানা প্রেসক্লাবের অন্যতম সদস্য গোলাম মোস্তফাকে আহবায়ক, বিদায়ী কমিটির সদস্য ইব্রাহীম জামান ও সাবেক সদস্য মাসুদ রানাসহ তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিদায়ী কমিটি সাধারণ সম্পাদক রুহিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্যদেন সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি আমিনুল হক, মাজাহারুল ইসলাম বাদল, আপেল মাহমুদ, আলমগীর হোসেন, রুবেল ইসলাম, কায়সার আলী, মাসুদ রানাসহ অনেকে।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিগত কমিটি (২০২২-২০২৪) বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা নেবে।

সাধারণ সভাকে কেন্দ্র করে রুহিয়া থানা প্রেসক্লাবে নবীন-প্রবীণ সদস্যদের সমন্বয়ে মিলন মেলা বসেছিল।

সাধারণ সভায় নতুন আহবায়ক কমিটি গঠনের এ সিদ্ধান্তে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *