ঠাকুরগাঁও প্রতিনিধি: শ্রীকৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ঠাকুরগাঁও জেলা আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক অমিতাভ কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শ্রীযুক্ত বাসুদেব ব্যানার্জী, মায়াপুর ইনস্টিটিউট ও গড়েয়া ইসকন এর পরিচালক শ্রীমান দ্বিজমনি নিতাই দাস ব্রহ্মচারী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঠাকুরগাঁও জেলার সহকারী প্রকল্প পরিচালক ইন্দ্রজিৎ রায়।
এ সময় বক্তারা শ্রীকৃষ্ণের প্রতি সম্মান প্রদর্শন করে তার জীবন-বৃত্তান্ত তুলে ধরেন এবং সনাতন ধর্মের সকলকেই ধর্মীয় শ্রাস্ত্রের প্রতি আগ্রহ বাড়ানোর বিষয়ে তাগিদ দেন। সেই সাথে দেশের এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।