হত্যা মামলায় ঠাকুরগাঁও সাবেক পৌর মেয়র বন্যা এখন করাগারে

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় গ্রেফতারেরর পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে তুলার পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বাদি পক্ষ রিমান্ডের আবেদন করলে আগামী রবিবারে রিমান্ডের শুনানি ঘোষণা করা হবে বলে জানান তিনি। জানা যায়, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ফজলে রাব্বী বকুল।

ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন বাদী হয়ে গেল বুধবার সাবেক মেয়র বন্যাকে ৩৭ নাম্বারে আসামি করে ৭৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার প্রেক্ষিতে ঐদিন দিবাগত রাতেই ঠাকুরগাঁও সদর থানার একটি বিশেষ টিম পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানার হেফাজতে রাখা হয়। ঠাকুরগাঁও কারাগারে নেওয়ার সময় ভূয়া ভূয়া কথায় তার উপর ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ জনগন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শরিফুল ইসলামকে হারিয়ে ২৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন বন্যা।

তবে এর আগে একাধিকবার ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করলে সামান্য ভোট পেয়ে জামানত খোয়ান তিনি। অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের লাঞ্ছিতও করেন তিনি। তার সীমাহীন দুর্নীতির কারণে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেছেন কাউন্সিলররাও।

মামলার কপি পেতে এখানে ক্লিক করুন >>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *