পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র-জনতার প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভেবরা বোর্ডহাটে এ সমাবেশ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলার হাজিপুর, দৌলতপুর ও সেনগাঁও ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, প্রধান বক্তা হিসেবে জেলা সেক্রেটারি মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ বক্তব্য দেন। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা ও রাণীশংকৈল উপজেলা জামায়তের ইসলামী সেক্রেটারি মুহাম্মদ রজব আলী।
এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি বাবুল আহমেদ, হাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ আইয়ুব আলী, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফযেজদ্দিন (খোকা), সেক্রেটারি মজিবর রহমান, সেনগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহিরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান জামাল সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।