ব্রিজ থাকলেও নেই সংযোগ রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ব্রিজ থাকলেও নেই সংযোগ রাস্তা। ব্রিজের দুই পাশের মাটি ভরাট না থাকায় ব্রিজটি কোনো কাজে তো আসছেই না উল্টো এতে চরম ভোগান্তিতে পড়েছে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও লোলতই ব্রিজ থেকে গাজিরহাট ভন্ডগ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

দীর্ঘদিন ধরে ব্রিজটি সড়কবিহীন অবস্থায় পড়ে থাকলেও ব্রিজের দুপাশের রাস্তা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও লোলতই ব্রীজ থেকে গাজিরহাট ভন্ডগ্রাম পর্যন্ত বিস্তৃর্ণ ৫ কি.মি একটি বিল। এখানে প্রায় ২০ হাজার হেক্টরেরও বেশি কৃষি জমি জুড়ে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। কিন্ত যাতায়াতের কোন রাস্তা থাকায় চরম কষ্ট আর ভোগান্তি নিয়ে করতে হয় চাষাবাদ, সেইসাথে কৃষকরা যেন নিজেরাই হয়ে উঠেছেন যান্ত্রিক বাহনের বিকল্প মাধ্যম হিসাবে।

আবাদি জমির মধ্যে তৈরি করা কাঁচা রাস্তার মধ্য দিয়ে যান্ত্রিক গাড়ি চলাচল ও যাতায়াতে অসুবিধা হওয়ায় ওই এলাকার সকল কৃষক চৈত্রের খরা রোদে নিজেরাই কাঁধে করে ফসল বাসায় বহন করেন। অন্যদিকে বর্ষাকালে খেতের ফসল সাঁতার কেটে মাথায় তুলে নিয়ে যেতে হয় বলে জানান স্থানীয় কৃষকরা।

জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০১৯-২০২০ অর্থ বছরে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় লোলতই খাল খনন করেন। এতে করে বিলের পানি খালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় কৃষকরা বছরে আমন বোরো ধান ও সরিষাসহ কয়েকটি ফসল চাষাবাদ করতে পারছেন। কিন্তু খালের উপরে অব্যবহৃত রাস্তা পাকা না হওয়ায় মাটি পুনরায় খালে পড়ে যাওয়ায় খালটি বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে পুনরায় জলবদ্ধতা তৈরি হওয়ায় কৃষকরা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন,
লোলতই খাল খনন করার পর এখানকার জমিতে ফসলের অনেক ভালো ফলন হচ্ছে। আগে জলাবদ্ধতার কারণে একটি ফসলের বেশি করা যেত না। এখন ওইসব জমিতে তিনটি ফসল হচ্ছে। কিন্তু ফসল ঘরে তোলার সময় অনেক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় আমাদের। অনেক দুর থেকে ফসল মাথায় করে বয়ে আনতে হয় আমাদের । অনেক সময় শ্রমিক পাওয়া যায় না। সময় মতো ফসল কাটতে না পাড়লে ফসল ঝড়ে যায়। খালের উপরে অব্যবহৃত রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়ার জোর দাবী জানান তারা।

রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম জানান, লোলতই বিলে আগে হাঁটু সমান পানি জমে থাকার কারণে বছরে একটির বেশি ফসল ফলানো সম্ভব হতোনা। বিএডিসি’র মাধ্যম খাল খননের ফলে ২০ হাজার হেক্টর জমিতে এখন তিনটি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। কিন্তু বিস্তীর্ণ এই ফসলের মাঠের আশেপাশে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সময় মতো ফসল ঘরে তুলতে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। কৃষকদের চাষাবাদের সুবিধার্থে খালের পাড়ের ৫ কি.মি. রাস্তা পাকা করা হলে তারা অনেক উপকৃত হবেন।

2 thoughts on “ব্রিজ থাকলেও নেই সংযোগ রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ

  1. Hi there,

    We run a Youtube growth service, where we can increase your subscriber count safely and practically.

    – Guaranteed: We guarantee to gain you 700-1500 new subscribers each month.
    – Real, human subscribers who subscribe because they are interested in your channel/videos.
    – Safe: All actions are done, without using any automated tasks / bots.
    – Channel Creation: If you haven’t started your YouTube journey yet, we can create a professional channel for you as part of your initial order.

    Our price is just $60 (USD) per month and we can start immediately.

    If you are interested then we can discuss further.

    Kind Regards,
    Amelia

  2. Hi there,

    We wanted to introduce you to a revolutionary system that helps you create AI-powered tools to generate steady, qualified leads without paid advertising.

    Key benefits:

    Create AI tools in minutes with simple copy/paste templates
    Drive free, targeted traffic to any niche or offer
    Built-in call-to-action system to funnel leads to your sales pages
    No coding or technical experience needed

    We’re currently offering a special launch price of $17 (regular $97) which includes bonus training on traffic generation and AI monetization.

    For more details, check out: https://furtherinfo.info/etb

    Thanks,
    Oliva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *