পাকারাস্তায় আলু ফেলে আলুচাষীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলুচাষীরা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করে।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন,ছাত্রদল নেতা আওয়াল, কৃষকদল নেতা সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান প্রমুখ। 

এছাড়াও উপজেলার বিভিন্ন আলু চষীরা বক্তব্য প্রদান করেন। 

বক্তারা হিমাগার ভাড়া কমানোর দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় আলুচাষীদের বিভিন্ন দাবি গুলোর মধ্যে হিমাগার ভাড়া বৃদ্ধি, আলুর ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।  উপজেলা পরিষদের মুল গেটের সামনে পাকা রাস্তায় আলু ফেলে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ করতে দেখা যায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলা কৃষকদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আলু চাষীদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *