হরিপুরে ১৭২ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : হরিপুর উপজেলায় ১৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। জাতীয় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের ৭৩ বছরেও ভাষার জন্য আন্দলোনে নিহত শহীদদের প্রতি ২১ ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানাতে তাদের স্মরণে ও বর্তমান প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণ করা হয়নি।

হরিপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এ উপজেলায় ১৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে সাধারণ কলেজ ৮ টি, বি,এম কলেজ ১ টি ও কৃষি কলেজ ১ টি। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৫০টি, মাদ্রাসা ১৪ টি, কারিগরি ৪ টি, সরকারি প্রাথমিক ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি সংযুক্ত ১ টি। এই ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজ, বিএম কলেজ, কেবি কলেজ, যাদুরনী উচ্চবিদ্যালয়, চৌরঙ্গী উচ্চবিদ্যালয়, আর এ কাঠালডাঙ্গী উচ্চবিদ্যালয় ও পাঁচঘরিয়া উচ্চবিদ্যালয়ে।

সরে জমিনে গিয়ে দেখা যায় এই ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও ব্যবহারের অনুপযোগী হয়ে জরাজীর্ণ অবস্থায় পরে আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১০টি, এরমধ্যে শহীদ মিনার রয়েছে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আর ১০০ টিতে নেই। ২০১৬ সালে উপজেলা পরিষদের আমাই দিঘীর পরে উপজেলা প্রশাসন এটি কেন্দ্রেীয় শহীদ মিনার নির্মাণ করে।

সেখানে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে ভাষা আন্দলোনে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। এলাকার সচেতন মহল ও ভাষা অনুরাগীগন ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরনে ও ভাষা আন্দলোনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের বিশেষ প্রয়োজন।

হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা এবং প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মানের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *