৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে কৃষকদের সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ধানের ন্যায্য দর নির্ধারণ, ক্রয় কেন্দ্র চালু সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার (৪ নভেম্বর) দুপুরে সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়।

সেখানে ঘণ্টা ব্যাপী সমাবেশে দাবি গুলো তুলে ধরেন বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মর্তুজা আলী।

সমাবেশে বক্তারা ১৫শ টাকা প্রতিমণ ধানের দর নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু, সরকারি আবাসন প্রকল্পের ঘর প্রদানে বৈষম্য দূর করা, দখলকৃত খাস জমি উদ্ধার, কৃষি উপকরণের দাম কমানোসহ ৬দফা দাবি তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান দেন কৃষক নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *