ঠাকুরগাঁও প্রতিনিধি : “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সমবায়ী সংগঠন ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজন করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টানের ।
ঠাকুরগাঁও জেলা সমবায় কর্মকর্তা কেএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোলেমান আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কে এম জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার রাসেল আহমেদ, পীরগঞ্জ সার্কেল।
জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন। ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লিটন। মুন্সিরহাট মহিলা প্রশিক্ষণ কর্মী বহুমুখী মহিলা সমিতি লি: এর সভাপতি হুসনে জাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে । সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
এর আগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে একটি রেলী শহর প্রদক্ষিণ করে,
জেলা প্রশাসক চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় । শেষে জেলার ৩ টি সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।