ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা শহরে আওয়ামী লীগ কার্যালয় দখলের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয় মোড় নিয়েছে পুরো পরিস্থিতি। ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিত একটি সংগঠন নিজেদের দখলের ঘটনা অস্বীকার না করে উল্টো সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৫ মে) পৌর শহরের টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা রায়হান চৌধুরী অপু বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল ঠাকুরগাঁওয়ের যুবসমাজের জন্য একটি আধুনিক জিমন্যাসিয়াম গড়ে তোলা। ভুলবশত আমরা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলাম এটা সত্যিই অনুচিত হয়েছে। আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
প্রসঙ্গত, বুধবার (১৪ মে) দুপুরে রায়হান চৌধুরী অপুর নেতৃত্বে, রুবেল হোসেন, হাফিজুল ইসলাম ও দুলাল হোসেন সহ প্রায় ২৫ জনের একটি দল ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে কার্যালয়ের সামনে ‘জুলাই যোদ্ধা’ নামে ব্যানার লাগিয়ে কার্যত নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেন তারা। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে লোকসমাজে চলে ব্যাপক আলোচনা সমালোচনা।
সংবাদ সম্মেলনে রায়হান আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক বিরোধ সৃষ্টি করতে চাইনি। আমাদের কর্মের ভুল ব্যাখ্যা হয়ে গেছে। প্রশাসন ও সাধারণ মানুষের কাছে অনুরোধ, আমাদের ভুলটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হোক।
রায়হানের বক্তব্যের কিছুক্ষণ পরেই দখল করা আওয়ামী লীগের অফিসের সামনেই আরেকটি সংবাদ সম্মেলন করেন সংগঠনের অন্যান্য সদস্য রুবেল হোসেন, হাফিজুল ইসলাম ও দুলাল হোসেনসহ কয়েকজন। তারাও রায়হানের বক্তব্যে সুর মিলিয়ে বলেন, “আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র একটি জিমন্যাসিয়াম নির্মাণের স্বপ্ন থেকেই আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কখনো কোনো দখলদারিত্ব বা অপকর্মে যুক্ত হইনি এবং হবো না। সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়ে অফিসটির দখলদারিত্ব ছেড়ে সরকারের কাছে হস্তান্তর করার কথা বলেন তারা।
জুলাই যোদ্ধা ব্যানারে যেখানে একই সাথে ঠাকুরগাঁও আওয়ামী লীগ দলীয় কার্যালয়টি দখল করলেন তারা। অথচ পরের দিনই আলাদা আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে অফিসটির দখলদারিত্ব ছেড়ে ভূল স্বীকার করার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।