ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সরকারি দুই কর্মকর্তা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁদ মামলা পরিচালনা করে সরকারি দুই কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটককৃতরা হলেন, হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মো: হান্নান ও উপজেলা  হিসাবরক্ষণ কর্মকর্তা মো: শেরিকুজ্জামান।

সোমবার (১৭ মার্চ) হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে তাদের আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান কার্যালয়।

জানা গেছে, অভিযোগকারী আব্দুল হামিদ একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী, গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি অবসরকালীন সুবিধা পাওয়ার জন্য চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কার্যালয়ের অডিটর মো. হান্নান ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন, যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়।

তিনি বিষয়টি দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে কমিশন ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী, আব্দুল হামিদ চাহিদার ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা নগদ দেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থেকে হান্নানকে ঘুষ নেওয়ার সময় আটক করেন। একইসঙ্গে এ কর্মকান্ডের মূলহোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামানকেও আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

One thought on “ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সরকারি দুই কর্মকর্তা আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *