ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিএনপির এক নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চুরি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারীরা দাবি করেন, ঠাকুরগাঁও পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয়দানকারী ফরিদ সহ রানীশংকৈল উপজেলার এক চেয়ারম্যান ভূমিদস্যু আব্দুর রউফ জোরপূর্বক তাদের জমি দখল করে নিচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুধু জমি দখলই নয়, তাদের বাড়ির বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে এবং আসবাবপত্রও নিখোঁজ হচ্ছে। এসব ঘটনার জন্য অভিযুক্তদের দায়ী করেন তারা।
বক্তারা আরও জানান, নির্যাতনের কারণে তারা স্বাভাবিকভাবে দুর্গাপূজা উদযাপন করতেও পারছেন না।ভুক্তভোগীরা বলেন, এই ধরনের নিপীড়ন ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
