সোহেল রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে “আন্ধেরী হিলফি বন জার্মানি”র সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয় চক্ষু শিবির কমিটির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে অসচ্ছল ও বয়স্ক চোখের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যাদের চোখের সমস্যা জটিল, তাদের দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকরা। ক্যাম্পেইনে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চক্ষু শিবির অনুষ্ঠানে “আন্ধেরী হিলফি বন জার্মানি” সংগঠনের সভাপতি অ্যালভিয়া শিবিরের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশে অনেক তরুণ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তাদের সামান্য সময় জনসেবায় ব্যয় করলে চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে।
দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্য মো. মেহেরুন ইসলাম বলেন, “এই চক্ষু শিবির কার্যক্রমের মাধ্যমে প্রায় এক হাজার রোগী বিনা খরচে চিকিৎসা সেবা পাচ্ছে। যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলের এবং আর্থিকভাবে অসচ্ছল, তারাও বিনা খরচে এই সেবা গ্রহণ করতে পারছেন। আর যাদের চোখের জটিল সমস্যা রয়েছে, তাদের আমরা দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করছি।
চক্ষু শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজউদ্দীন আহমেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্য মো. মেহেরুন ইসলাম, মো. আর. কে. সবুজ চৌধুরী, সাইদুর রহমানসহ জামালপুর উচ্চ বিদ্যালয় চক্ষু শিবির কমিটির নেতৃবৃন্দ।
