ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: মারপিট ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজননের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বুধবার (২৭ নভেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সত্রে জানাযায়, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় ৩ দিনের রিমান্ড আবেদনসহ সাবেক এমপি সুজনকে বুধবার আদালতে হাজির করা হয়। এরপর আসামী পক্ষের আইনজীবী ফজলে রাব্বি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, যেহেতু এ মামলায় সব আসামির বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ চয়েছে, তাই নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত তা বাতিল করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় জানান, হত্যা চেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে সাবেক এমপি সুজনসহ ২৯ জন এজাহার নামীয় এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *