সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অর্ন্তভুক্তি শীর্ষক কর্মশালা

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: “উদ্ভাবনে, অভিযোজনে, অংশীদারিত্বে, উন্নয়নের পথে-একসাথে” -এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অর্ন্তভুক্তি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।

এছাড়াও আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কর্মকর্তা গোলজার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. মৌসুমী আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সুপারিনটেনডেন্ট আল মামুন রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, আরডিআরএস বাংলাদশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শসিউল ইসলাম, প্রশিক্ষণ কর্মশালা সাহানুর রহমান কাজল সহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ ইউনিয়ন ফেডারেশনের প্রতিনিধিগণ।

এসময় কর্মশালায় অনগ্রসর ব্যক্তিদের মধ্যে প্রতিবন্ধীদের অনগ্রসরতা, অসহায়ত্ব এবং বেকারত্বের কথা বিবেচনা করে উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বিভিন্ন উদ্যোগসহ সরকারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুন্নয়ন বাজেট হতে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান কর্মসূচি প্রবর্তন সহ অনগ্রসর ব্যক্তিদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *