ভূল্লীতে ৩৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯ টার সময় ভূল্লী থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইদু ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে উত্তম কুমার দত্ত (৪৪) নামের ওই যুবককে আটক করে।

তিনি পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ৩নং ওয়ার্ডের নগর কুমার গ্রামের রঞ্জিত কুমার দত্তের ছেলে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক উত্তম কুমার দত্ত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক নির্মূলে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।