সেনা সদস্য ও স্কুল শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, অবিলম্বে টাকা ফেরতের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষক ইউসুফ আলী ও সেনা সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীদের একটাই দাবি চাকরি দিতে হবে অথবা টাকা অবিলম্বে ফেরত দিতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হরিপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগী আবু রায়হান হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

অভিযুক্তরা হলেন- একই ইউনিয়নের দামোল গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে ইউসুফ আলী ও মোস্তফা রহমানের ছেলে সেনা সদস্য আব্দুর রহমান। ইউসুফ আলী বর্তমানে বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মানববন্ধনে ভুক্তভোগী আবু রায়হান বলেন, সরকারি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন প্রলোভন ও কৌশল খাটিয়ে বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী ও সেনা সদস্য আব্দুর রহমান ধাপে ধাপে ৯ লক্ষ টাকা নেন। কিন্তু দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও তারা চাকরি দিতে পারেননি। উল্টো বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করে এখন আমাদেরই হুমকি দিচ্ছেন। শুধু টাকায় নয়, টাকার সাথে সাথে তারা আমার সকল মূল সার্টিফিকেট এবং মূল এনআইডি কার্ড হাতিয়ে নিয়েছে। আমার বিয়ে দিয়ে আমার শ্বশুরের কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিস, রানীশংকৈল সেনা ক্যাম্প এবং হরিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

অন্যদিকে এলাকাবাসীরা বলেন, সমাজ গড়ার কারিগর একজন শিক্ষক এবং দেশের রক্ষক একজন সেনা সদস্যের কাছ থেকে এ ধরনের প্রতারণা অকল্পনীয় ও ঘৃণিত কাজ।

তারা প্রশাসনের কাছে টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণসহ অভিযুক্ত শিক্ষক ইউসুফ আলী ও সেনা সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। তা না হলে তাদের বিরুদ্ধে আরো আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।