ঠাকুরগাঁওয়ে ৪ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েড টিকা

সোহেল তানভীর, ঠাকুরগাঁও: সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। পাঁচটি উপজেলা সহ জেলায় মোট ৪ লক্ষ ২০ হাজার ৮২২ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে। কর্মসূচিটি সফল বাস্তবায়নের লক্ষ্যে ও সঠিক প্রচার-প্রচারণার জন্য জেলার সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিসুর রহমান। তিনি বলেন, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, যা চলবে দেশব্যাপী।

ক্যাম্পেইনের আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ে মোট ৪ লক্ষ ২০ হাজার ৮২২ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে। অঞ্চলভেদে সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে এ কর্মসূচি চালানো হবে শতভাগ সফল করার উদ্দেশ্যে। টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এবং তিনটি পৃথক পদ্ধতির মাধ্যমে এ টিকা প্রদান করা হবে। তবে গর্ভবতী নারী ও দুগ্ধপান করানো মায়েদের এই টিকা দেওয়া যাবে না।

কর্মশালায় টাইফয়েড রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তুলে ধরা হয়, টাইফয়েডে আক্রান্ত শিশুর শরীরে কেমন প্রভাব পড়ে এবং প্রতিবছর কী পরিমাণ শিশু এই রোগে আক্রান্ত হয় তার পরিসংখ্যান।

জানানো হয়, প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৮ হাজারেরও বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।ডা. আনিসুর রহমান সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যাতে তারা সমাজে টাইফয়েড টিকা নিয়ে ছড়ানো ভ্রান্ত ধারণা ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করেন।

এই ক্যাম্পেইনটি সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় পরিচালিত হচ্ছে। শিশুদের টাইফয়েড জ্বর থেকে রক্ষা করতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ইফতেখায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।