ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

সোহেল তানভীর, ঠাকুরগাঁও: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আনিসুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মাস রিয়াত জাহান বর্ষা, এবং জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া।

কর্মশালায় জানানো হয়, নয় মাস বয়স থেকে ১৫ বছর বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির বা সমমানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এ টিকা পেতে সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হবে। কর্মশালায় টাইফয়েডের কারণে শিশুদের শরীলে কেমন প্রভাব পড়ে এবং কি পরিমাণ শিশু বছরের টাইফয়েডে আক্রান্ত হয় তার পরিসংখ্যান তুলে ধরা হয়। প্রতিবছর প্রায় আট হাজারের বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়। গর্ববতী এবং দুগ্ধপান করা মায়েদের এ টিকা দেয়া যাবে না।

এছাড়াও কর্মশালায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন এবং মিডিয়ার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।কর্মশালায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।