ঠাকুরগাঁওয়ে সাবেক অধ্যক্ষ ভবেশ’র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় এর পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, এসপি অফিস ঘেরাও

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়কে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে সারাদিন ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষাথীরা।

https://fb.watch/vROIsEskYL

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমাদের স্কুলের অনেক উন্নয়ন করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আমরা তাকে অপসারণের আন্দোলনে নেমেছিলাম। যে বিষয়টি আমরা এখন বুঝতে পারছি যে আমরা ভুল করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো যোগ্য ব্যক্তি প্রয়োজন বিধায় আমরা আজকে বিক্ষোভে নেমেছি। সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়’কে পুনর্বহাল না করা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

অন্যদিকে তারা আরো জানায়, আজকের এই বিক্ষোভে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার দোসরেরা বাধা প্রদান করেছিল। আমরা বিক্ষোভে নামলে আমাদের স্কুল থেকে বের করে দিবে এমনও হুমকি প্রদান করে।

পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নিকট সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের জোর দাবি জানিয়ে সেখানেই সারাদিন অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *