দোকান বন্ধ রেখে পঞ্চগড়ে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় শহরে সাহেরা মেডিসিন মার্ট নামে দোকানটিতে লাখ লাখ টাকার ঔষধ চুরির ঘটনায় মামলা দায়ের করেও আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেছে ঔষুধ ব্যবসায়ীরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ক্যামিস্ট এন্ড ড্রগিস্ট সমিতি পঞ্চগড় শাখার আয়োজনে পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কের বিএনপি কার্য্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির সভাপতি মোবাশ্বের হোসেন, সিনিয়ার সহ-সভাপতি মনিরুল ইসলাম রুবেল, সদস্য রাজিউর রহমান রাজু, মামলার বাদি মো. সাজু সহ ঔষুধ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

বক্তাদের দাবি দোকানের কর্মচারি বাদল চন্দ্র লক্ষ টাকার মালামাল চুরি করেছেন। তার বিরূদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু প্রকাশ্যে আসামি বাদল ঘুরে বেড়াচ্ছে অথচ তাকে গ্রেফতার করছেনা পুলিশ। উল্টো আসামি বাদল চন্দ্র মামলার বাদিকে হুমকি দিচ্ছেন। জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় জেলার ঔষধ ব্যবসায়ী মিলে মানববন্ধন করা হচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাদল চন্দ্রকে গ্রেফতার করা না হলে ঔষুধের দোকান অনিদৃস্টকালের জন্য বন্ধ রাখার ঘোষনা দেন।

এর আগে সকাল থেকে পঞ্চগড় শহরের সকল ঔষুধের দোকান বন্ধ রাখা হয়। মানববন্ধনে জেলার প্রায় দেড়শতাধিক ঔষধ ব্যবসায়ী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *