ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০ বছর পূর্তি উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফয়সাল আমিন।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি রাশেদুজ্জামান মলয় ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ বাবু ও সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ, লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আহমেদুল্লাহ বাবু।

এছাড়াও সংগঠনের নেতা-কর্মী, সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অসংখ্য অতিথি ও শুভাকাঙ্খিগন উপস্থিত ছিলেন। পরে এক প্রীতিভোজ এর আয়োজন করা হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের অন্যতম সংগঠন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী একঝাঁক উদ্যোমী তরুণ ও যুবকদের নিয়ে গঠিত হয়। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান।

এছাড়াও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঠাগারে বই বিতরণ, রোজাদারদের মাঝে ইফতার, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *