পরকীয়ায় এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগ সাব-কন্ট্রাক্টার সিদ্দীকের বিরুদ্ধে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক সাব-কন্ট্রাক্টারের বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে স্থানীয় পরিবেশ কলুষিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার ভেলাজান নতুন পাড়ার বাসিন্দা আবু বক্কর সিদ্দীক (৩৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সাব কন্ট্রাক্টার হওয়ায় বিভিন্ন এলাকায় কাজ করতে যান সিদ্দীক। আর এই কাজের সুবাদে বিভিন্ন স্থানে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এলাকাবাসীর অভিযোগ, এসব পরকীয়ার ঘটনায় একাধিকবার অশান্তি সৃষ্টি হয়েছে, নষ্ট হয়েছে সামাজিক পরিবেশ।

স্থানীয় নতুন পাড়া এলাকার এক বাসিন্দাকে প্রশ্ন করা হয়— এমন অভিযোগের পরেও কেন থানায় অভিযোগ করা হয়নি? জবাবে তিনি বলেন, “আমরা চাই আগে তার এসব কার্যকলাপের বিষয়টি সবাই জানুক। তাই গণমাধ্যমের শরণাপন্ন হয়েছি। এরপরও যদি সে সংশোধন না হয়, তাহলে আইনি পথে যাবো। আমরা চাই না একজন মানুষের কারণে এলাকার পরিবেশ নষ্ট হোক।”

তারা আরও জানান, অভিযুক্ত ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের কিছু ভিডিও ও ফুটেজ তাদের কাছে রয়েছে, যা প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দীকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “আপনি যা করতে চান করেন। এসব অভিযোগ ভিত্তিহীন।” ভিডিও ফুটেজের বিষয়ে জানতে চাইলে তিনি তা পুরোপুরি অস্বীকার করে বলেন, “সব ভিডিও ও ফুটেজ বানোয়াট, আমাকে ফাঁসাতে চক্রান্ত করা হচ্ছে।”