ঠাকুরগাঁও প্রতিনিধি: পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প শীর্ষক প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণের লক্ষ্যে জনমত যাচাই সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে পৌর শহরের ইএসডিও অডিটোরিয়ামে সভা ও গণশুনানিটি অনুষ্ঠিত হয়৷
জনমত যাচাই সভায় পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক তামিম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রকল্পের পরিচালক ও পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) পলাশ তালুকদার দীপ,সহকারী ম্যাজিস্ট্রেট তারেক তাহসীন ও নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া।
এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প স্থানের কৃষক ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রকল্পের ধারনা দেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া৷ পরে প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে কর্মকর্তা ও কৃষকদের মাঝে কথোপকথন হয়৷