ঠাকুরগাঁওয়ে আগত দিবসগুলো পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঠাকুরগাঁও পাকিস্তান হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকী, জেলা জামায়াতের আমীর বেলাল হোসেন প্রধান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি মুরাদ হোসেন, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, সাইফুল ইসলাম প্রবাল প্রমুখ।

সভায় আগত কর্মসূচি মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঠাকুরগাঁও পাকিস্তান হানাদার মুক্ত দিবস পালন ও সাফল্যমন্ডিত করতে আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *