মোঃ আনোয়ার হোসেন: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মা/ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ১নং রুহিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে ১নং রুহিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী সভাপতিত্বে তিনি শুভেচ্ছায় বক্তব্য -এ বলেন, আজকের এই সমাবেশ আপনাদের সকলের স্বাধীনভাবে কথা বলার সমাবেশ, আমাদের শিক্ষকদের বিরুদ্ধে যদি কাউরো কোন প্রকার অভিযোগ থেকে থাকে তবে সরাসরি এই সমাবেশে বলবেন পিছকে একক কাউকে না।
আপনাদের সন্তানদের স্কুলে পাঠানোর পাশাপাশি অফিসে এসে খোঁজ খবর ও গাইড-লাইন দেওয়ার দায়িত্ব আপনাদেরই। আমরা শুধু তাদের শু- শিক্ষায় স্ব-শিক্ষিত করে তুলবো।
এ সময় তিনি বিদ্যালয়ের পক্ষথেকে দাবী জানায়, এই বিদ্যালয় ১৯৬০ সালে স্থাপিত বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ শত জন। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দুইটি ভবন রয়েছে। একটি নবনির্মিত অন্যটি তৎকালীন। তৎকালিন ভবনটি কমলমতি বাচ্চাদের কথা বিবেচনা করে নতুন ভাবে সংস্কারণ করা এবং বর্ষাকালে একটু বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে পানি লেগে থাকার কারণে চরম সমস্যায় পড়তে হয় বলে দাবি জানায় সকল মহলকে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক। তিনি বলেন, বাচ্চাদের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন তবে সমস্যায় পড়বেন। আরেকটু খেয়াল রাখতে হবে যেহেতু শিক্ষক, অভিভাবক এবং ছাত্র এই তিনজনে সমন্বয় করতে হবে যদি সমন্বয় না করে তাহলে সেখানে ঘার্তি থেকে যাবে।
শিক্ষক, অভিভাবক, ছাত্র আপনারা সকলেই একটু পরিশ্রম করবেন এই স্কুলের ভালো কিছু করার জন্য। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপি’র সহ সাধারণ সম্পাদক আব্দুল হক এবং সহকারী শিক্ষক কর্মচারী সহ অভিভাবকগণ।