পঞ্চগড়ে নিখোঁজের দুই মাসেও ফিরে পাননি ছেলেকে, বাবা-মায়ের আকুতি!

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গমনা পাড়া এলাকার বাসিন্দা সুজন আলী (২৫)। কাজ শেষে গিয়েছিলেন স্ত্রী-সন্তানকে দেখতে শ্বশুড়বাড়ি। তবে শ্বশুড়বাড়ি থেকে ফিরলেও ফিরেন নি নিজ বাড়িতে।

গত দুইমাস ধরে সুজন আলী নিখোঁজ থাকায়, সন্তানকে হারিয়ে দিনমুজুর বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। তাকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতিও জানিয়েছেন তারা।

এদিকে সন্তানকে অনেক খোঁজাখুজি করেও না পেয়ে গত ১৩ জুলাই বোদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সুজন আলীর বাবা রফিজুল ইসলাম।

জানা গেছে, নিখোঁজ সুজন পেশায় একজন হোটেল শ্রমিক। সে পঞ্চগড়ের টুনিরহাট বাজারে হোটেলে কারিগরের কাজ করতো।

সুজনের বাবা রফিজুল ইসলাম জানান, তার স্ত্রী আকলিমা বাবার বাড়িতে থাকায়, গত পহেলা জুলাই সকালে বাড়ি থেকে কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাড়িভাসা মহনবাগান গ্রামে তার শ্বশুড় বাড়িতে যায়। সন্তানকে দেখে সেখান থেকে ফিরে আসে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া বাজার ও টুনিরহাট বাজারের উদ্দেশ্যে। এর পর থেকে তার কোন খবর পাওয়া যাচ্ছে না। প্রায় দুই মাস হয়ে যাচ্ছে, ছেলেকে কোথাও পাচ্ছি না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার সন্তানকে ফিরে পেতে সহায়তা করেন।

এ দিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর তাকে খুঁজে পেতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *