পীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে শহীদ জিয়াউর রহমান সড়ক সংলগ্ন এ সভার আয়োজন করেন।পরে আলোচনা সভা শেষে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি জয়নাল আবেদীন,যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা বিএনপি সাবেক ছাত্রদলের সভাপতি বাকাউল হক জিলানি রিংকু,পৌর বিএনপি সভাপতি রহুল আমীন ও সাধারণ সম্পাদক রেজাউল কমির রাজা, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা সেস্বচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বান্না প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *