রাণীশংকৈলে কৃষকের ১ বিঘা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা

আনোয়ার হোসেন আকাশ, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

বুধবার (০৪ সেপ্টেম্বর ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট নতুন বাড়ি এলাকার কৃষক তসিরদ্দিনের ক্ষেতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক তসিরদ্দিন বলেন, আমি বাড়ির পাশে মাহমুদুল হাসান মুকুলের ১ বিঘা (৩৩ শতাংশ) জমি বর্গা নিয়ে লাউ চাষ করেছি। সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখি সবগুলো গাছের গোড়া কাটা।

তসিরদ্দিন আরও বলেন, রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামার করে সংসার চালাই। আমি এখন কীভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’ গাছের সাথে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। থানায় ও কৃষি অফিসে লিখিত অভিযোগ দেওয়া হবে।’স্থানীয়রা জানায়, সংসারে স্বচ্ছলতা আনতে অন্যের জমি বর্গা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে দুইমাস আগে ১ বিঘা জমিতে লাউয়ের চারা রোপণ করেন কৃষক তসিরদ্দিন ।

অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে তোলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে লাউ ক্ষেতে যান তিনি। পরবর্তীতে তিনি লাউ ক্ষেতে প্রবেশ করে দেখেন সবগুলো লাউ গাছের গোড়া কাটা রয়েছে। এ সময় তিনি কৃষি কর্মকর্তাকে খবর দেন।

এদিকে লাউ গাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামবাসী। সাধারণ মানুষের দাবি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কৃষক তসিরদ্দিনের এক বিঘা জমির লাউ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে।

কাজটি অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি ক্ষতিগ্রস্ত কৃষক আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে। খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিত্র মোহন ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারি প্রণোদনা পেলে তাকে সহযোগীতা করা হবে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *