আইনজীবী আলীফ হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি: উগ্রপন্থি সাম্প্রদায়িক সংগঠণ ইসকন সন্ত্রাসীদের দ্বারা নির্মম হত্যার শিকার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলীফের খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড়ের আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি আদালত চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল।

বক্তারা বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠণ নয়, এটি একটি উগ্র এবং সন্ত্রাসী সংগঠণ। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় এজেন্ডা হয়ে কাজ করছে। এই সংগঠণের সন্ত্রাসীরা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে নির্মমভাবে খুন করেছে। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠণিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান মিলন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *