ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ, সাবেক সদর উপজেলা চেয়াম্যান সুলতান উল ফেরদৌস নম্র চৌধুরী।
জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন, সদর থানার ওসি তাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীর, জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার প্রমুখ।
এ ছাড়াও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, কালবেলা দুই বছরেই মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামীতে এই পত্রিকার মাধ্যমে আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সম্ভাবনা, ও সমস্যাগুলোর সংবাদ দেখতে চাই। কালবেলা পত্রিকা বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে আরও এগিয়ে যাক এমনটাই প্রত্যাশা।