ঋণগ্রস্ত স্বামী, ঝগড়ার পর ফাঁস নিলেন স্ত্রী

বাংলার আলো ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লা দরগাবাড়ি এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর মোছা. শিরিন আক্তার (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আসাদ মিয়া জানান, আমার একটি দোকান রয়েছে। ঠিকমতো ব্যবসা না হওয়ায় আমি ঋণগ্রস্ত হয়ে যাই। পরে এ নিয়ে আমাদের স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর দরজা না খুললে ডাকাডাকি করে সাড়া পাইনি। দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাই। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা। আমার দুই সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *