ঠাকুরগাঁওয়ে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩২ বছরের বৈষম্য অবসান কল্পে এমপিও ভুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে “অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার” কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার নেতাকর্মীরা।

https://www.facebook.com/share/v/prDtfucMn4XytcT1

গত ১৭ অক্টোবর ঢাকায় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা ৩২ বছরের বৈষম্যের স্বীকার হয়ে অতি মানবেতর জীবন-যাপন করছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েও মাস শেষে আমরা বেতন ভাতা পাই না। তৎকালীন শিক্ষামন্ত্রী আশার বাণী দিলেও সেটি এখনও আশায় রয়ে গেছে। অত্যন্ত সীমিত বেতন ভাতা দিলেও সে বেতন বছরের পর বছর বকেয়া পরে থাকে। পরিশেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে বৈষম্য বিরোধী সরকারের কাছে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের অবহেলিত সকল শিক্ষক-শিক্ষিকাদের এমপিও ভুক্ত করণের জোর দাবি জানান বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এমপিও চাই, এমপিও চাই এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়ে তাদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজুর আলম, সংগঠনটির সদস্যরা সহ বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *