পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডে-কোচ সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন 

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি: দেশের দীর্ঘতম সড়ক পথ ঢাকা-তেঁতুলিয়া রুটে ডে-কোচ সার্ভিস চালুর দাবীতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুল তলায় উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল করিম, বিশিষ্ট সমাজসেবক মকলেছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলমগীর হোসেন মিয়া, তাজউদ্দিন আহমেদ,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, মাশুক মুস্তাফিজ সান, উপজেলার ছাত্রদল আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব সবুজ আল পায়েল প্রমুখ৷ 

এমসয় বক্তারা বলেন, ঢাকা থেকে সড়ক পথে সবচেয়ে দূরবর্তী উপজেলা তেঁতুলিয়া। এই উপজেলা একটি পর্যটন এলাকা হওয়ায় সারা বছর দেশের নানা প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। এ উপজেলার মানুষ বিভিন্ন কাজে, চিকিৎসা ও লেখাপড়াসহ নানান কাজে ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম ও রংপুরসহ বিভিন্ন জেলায় যাতায়াত। কিন্তু এই তেঁতুলিয়া থেকে কোন প্রকার ডে-কোচ সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সময় ও অর্থ অপচয় করে বাধ্য হয়ে ভোরে রাওয়ানা হয়ে পঞ্চগড় শহরে গিয়ে কোচ ধরে গন্তব্য স্থলে যেতে হচ্ছে। 

এসময় তারা আরও বলেন, মালিক সমিতি সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে পরিবহন কোম্পানিগুলো নিরুৎসাহিত করে এই রুটে ডে-কোচ সার্ভিস চালু হতে দিচ্ছে না। তাই তারা তাদের দাবী দ্রুত পূরণ না হলে পরবর্তীতে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *