ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘নিরাপদ কর্মপরিবেশ চাই’ এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন করেছেন সদর উপজেলা প্রকৌশলীরা।
ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে এলজিইডি প্রকৌশল পরিবার ব্যানারে এই মানববন্ধন বক্তব্য রাখেন, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের সহ ওই দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, গত ৮ মার্চ বিকেলে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জে সড়কের কার্পেটিং এর কাজ উদ্বোধন করতে যায় কার্য সহকারী রেজওয়ানুল হক সহ কয়েকজন।
সেখানে কয়েকজন দুর্বৃত্ত এসে আমাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আমাদের উপর তারা হামলা করে এবং রাস্তায় মাটি ফেলা সহ কাজ বন্ধ করে দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ সহ কয়েকজন কর্মকর্তা সেখানে গেলে তাদের উপরে ও হামলা করেন সেই দুর্বৃত্তরা।
এ বিষয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও প্রশাসন এখনো কোন ব্যবস্থা নেই নি। সেই চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেন বক্তারা।