জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শান্তি শৃঙ্খলা রক্ষা মাদকের বিরুদ্ধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় সাধারণ ছাত্র জনতা ও মাদক নির্মূল কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধন বক্তব্য দেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ইস্তেশাম উল হক মিম, উপজেলা জামায়াতে ইসলামীর বাবলুর রশিদ,পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম সহ আরো অনেকে।
বক্তারা দাবি করেন যে, পীরগঞ্জ উপজেলার আনাচে কানাচে হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বিক্রি করছে। এতে যুব সমাজ নষ্ট হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার দাবি করা হয়।