জাহাঙ্গীর আলম: “আমার রক্ত প্রবাহিত হোক অন্যের শিরাই” প্রতিপাদ্যকে সামনে রেখে কাতিহার নাগরিক কল্যাণ কমিটি (KNKC) এর সার্বিক সহযোগিতায় তরুণ তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রাণীশংকৈল ব্লাড ডোনার্স সোসাইটি (RBDS)। কাতিহার নাগরিক কল্যাণ কমিটি (KNKC)ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকার শিক্ষার্থী ও যুবকদের তৈরি একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার কাতিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এসময় বিনামূল্যে কাতিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার কয়েক শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রাণীশংকৈল ব্লাড ডোনার্স সোসাইটির পরিচালক আহসানুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে সহ-সভাপতি হারুন, হৃদয়, মোঃ আলীসহ সকল সদস্যরা এ ক্যাম্পেইন পরিচালনা করেন।
এসময় কাতিহার নাগরিক কল্যাণ কমিটির উপদেষ্টা ইলিয়াস আলী, জাহাঙ্গীর আলম, হারুন উর রশীদ, কাতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা মুনিব, সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন, জিল্লুর রহমান, আর বিডিএস এর উপদেষ্টা আশা মনি, সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন কোষাধ্যক্ষ আসাদুজ্জামান লিটন,সদস্য মাহবুব আলী মুন, আলামীন, জসিম, ডলার, হৃদয়সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির উপদেষ্টা ইলিয়াস আলী বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডাটাবেজ তৈরি করা হবে। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিতে পারি সে লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।’ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা করেছি।
রাণীশংকৈল ব্লাড ডোনার্স সোসাইটির পরিচালক হারুন উর রশীদ জানান, কোন রোগীর রক্তের অভাবে যেন ভোগান্তিতে না পড়ে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ব্লাড ডোনার্স সোসাইটি ৫০০ ‘র বেশি ব্লাড ডোনার করতে সক্ষম হয়েছি। কাতিহার নাগরিক কল্যাণ কমিটির সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এমন মহৎ উদ্যোগ নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কোন মুমুর্ষ রোগীর হঠাৎ রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিক তা ব্যাবস্থা করার চেষ্টা করবো।