ঠাকুরগাঁও: গাজায় বর্বর ইসরায়েলী গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের আর্ট গ্যালারি থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তারা নির্বিচারে ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে চলেছে যা অন্যায় ও অবিচার। ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতিসংঘের কাছে শাস্তির দাবি করেন বক্তারা।
এ সময় জেলা জামায়াত সহ সংগঠনটির অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।