পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুয়া ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে সাধারণ মানুষের চোখের চিকিৎসা করার দায়ে সুজন আলী নামে এক ব্যক্তি কে এক লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার লোহাগাড়া বাজার এলাকায় লায়ন চক্ষু চিকিৎসা কেন্দ্র ও লায়ন চশমা ঘরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম বলেন, জানা গেছে লোহাগাড়া বাজার এলাকায় লায়ন চক্ষু চিকিৎসা কেন্দ্র ও লায়ন চশমা ঘরে চেম্বার খুলে নিজের নামের সামনে ভুয়া ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে চোখের চিকিৎসা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন সুজন আলী। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সুজন আলীর চেম্বারে অভিযান চালিয়ে প্রতারণার প্রমাণ পাওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সুজন আলী মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, নামের সামনে ডাক্তার ব্যাবহার করছিলেন তিনি সকল কাগজপত্র ঠিক আছে। তাৎখনিক কাগজ দেখাতে না পারায় জরিমানা করা হয়েছে।