কুদরত আলী, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনা রুহিয়া জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা শাখা। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭ : ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঢোলারহাট ঈদগাহ ময়দানে ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় রুহিয়া থানা জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা কমিটির সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর।
রুহিয়া থানা জামায়াতের সেক্রেটারি মু, মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মুহাম্মদ কফিল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলমগীর বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। সেই দিন ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল।হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আব্দুর রশিদ ২৮ অক্টোবরের স্মৃতিচারণ করেন। তিনি এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে জামায়াতে ইসলামী কর্মীদেরকে আগামী দিনে আরও দৃঢ়তার সাথে দ্বীন বিজয়ের কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহিয়া থানার বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আলোচনা শেষে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডির সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।