পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার


স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় হঠাৎ করে ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মনু মিয়ার ছেলে খোকনের বিরুদ্ধে। এ নিয়ে ঐ এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ-গোদাগারী পাকা সড়কের পূর্ব পাশে ব্রাক অফিস সংলগ্ন দৌলতপুর এলাকায়।

চলাচলের রাস্তা বন্ধ হয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ৪০টি পরিবার। কেউ মারা গেলে লাশ নিয়ে যাওয়ার মত রাস্তা নেই। রাস্তা বন্ধ করায় শিক্ষার্থীরা তাদের স্কুলে যেতে পারছে না। চলাচলে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আইনকে তোয়াক্কা না করে খোকন সরকারি রেকর্ডভূক্ত রাস্তার উপর নিজস্ব ঘর নির্মাণ আমাদের যাতায়াতের পথ রোধ করে রেখেছিল। এ নিয়ে তার সাথে কথা বললে সে তার জমির উপরেই যাতায়াতের রাস্তা তৈরি করে দিয়েছিলো। পরবর্তীতে তার দেওয়া সে রাস্তাটি সরকারি বাজেটে পাকাকরণ করা হলে স্থায়ীভাবে সে‌ রাস্তা দিয়েই আমরা বেশ কয়েক বছর যাতায়াত করছিলাম ।

কিন্তু খোকন হঠাৎ সে রাস্তার উপরে প্রাচীর নির্মাণ শুরু করে। আমরা অনেক নিষেধ করা সত্ত্বেও কাউকে তোয়াক্কা না করেই সে আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এতে করে আমরা বর্তমানে খুব জটিলতায় ভুগছি। বিষয়টির সঠিক সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগীরা।

এ ব্যাপারে দৌলতপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা  মঈনউদ্দিন কথা বললে তিনি জানান, বিষয়টি আমি অবগত আছি। রাস্তা নিয়ে যে সমস্যা সেটি সমাধানের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *