ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে হাত-পা-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি বাঁশঝাড় থেকে খায়রুন আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের এক বাঁশ ঝাড়ে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দিলে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত খায়রুন ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী এবং জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। স্বামী কুমিল্লায় ধান কাটার কাজে যাওয়ার পর বৃদ্ধা শ্বাশুড়ির সঙ্গে বাড়িতে থাকতেন তিনি।

সকালে খোলা দরজা দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের ভুট্টাক্ষেতে তার জুতা ও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে বাঁশঝাড়ে মরদেহ খুঁজে পান।

পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সুপার ও সিআইডি’র দল তদন্তে নেমেছে।